জেমসের জীবনী-James biography/James life story/James lifestyle
জেমসের জীবনী-James biography/James life story/James lifestyle
নামঃফারুক মাহফুজ আনাম
জন্মঃ ২ অক্টোবর, ১৯৬৪ (বয়স ৫৫)
জন্মস্থানঃনওগাঁ, রাজশাহী, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাঃবাংলাদেশী
নাগরিকত্বঃবাংলাদেশ
পেশাঃগায়ক,গীতিকার,অভিনেতা,সুরকার,ব্যবসায়ী
কার্যকালঃ১৯৮০–বর্তমান
আদি নিবাসঃনওগাঁ
দাম্পত্য সঙ্গীঃবেনজির সাজ্জাদ
পুরস্কারঃবাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪)
আরো যে নামে পরিচিতঃগুরু,জেমস,নগরবাউল
শুরুর জীবন
জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে।চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন।
সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।সেই সাথে সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গান বাজাতেন তার ব্রান্ড ফিলিংসকে নিয়ে।
ব্যক্তিগত জীবন
জেমসের প্রথম স্ত্রীর নাম রথি। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে।যার সাথে ১৯৯৯ সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাত হয়। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) আছে।
কর্মজীবন
বাংলাদেশ
চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ড দল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে তিনি এহসান এলাহী ফানটিকে নিয়ে নগর বাউল নামে ব্যান্ড দল গঠন করেন। তিনি নগর বাউল এর প্রতিষ্ঠাতা সদস্য। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন। গিটার বাজানোতেও তিনি দারুণ পটু। তিনি নগরবাউল ব্যান্ডের মূল ভোকাল ও গিটারিষ্ট হলেও তিনি মূলত তার সলো ক্যারিয়ারকেই বেশি গুরত্ব দেন। অনেক গীতিকার তার জন্য সঙ্গীত রচনা করেছেন। যাদের মধ্যে কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ, শিবলি উল্লেখযোগ্য। কর্মজীবনের প্রথম দিকে তিনি জিম মরিসন, মার্ক নফলার এবং এরিক ক্লাপটনের মত সঙ্গীত শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সাথে তার প্রথম অ্যালবাম “স্টেশন রোড” মুক্তি পায়। ১৯৮৮ সালে মুক্তি পায় তার প্রথম একক অ্যালবাম অনন্যা। পরবর্তীতে তিনি ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন “নগর বাউল”।
বলিউড
বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিম বঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রিতমের সাথে মিলিত হন তিনি। ২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া “ভিগি ভিগি” গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল।।
২০০৬ সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কন্ঠ্য দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হল রিশতে এবং আলবিদা (রিপ্রাইস)। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে।
মডেলিং
২০০০ এর দশকের গোড়ার দিকে জেমস প্রথম পেপসির জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হন। এই বাণিজ্যিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই প্রচারিত হয়েছিল।
রেড ডট এন্টারটেইনমেন্ট
জেমস গাজী আহমেদ শুভ্রর সাথে রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন। এই প্রডাকশন হাউস ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে। রেড ডট এন্টারটেইনমেন্ট প্রচুর রিয়ালিটি শো প্রযোজনা করেছে। এর মধ্যে দ্য রকস্টার ২, লাক্স চ্যানেল-আই সুপারস্টার, কে হতে চায় কোটিপতি উল্লেখযোগ্য। এছাড়া রেড ডট টেলিভিশন বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করে।
জেমস-এর গাওয়া গানসমূহের তালিকা
ফিলিংস
নগর বাউল
একক
হিন্দি চলচ্চিত্রে প্লে-ব্যাক
বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক
পুরস্কার ও মনোনয়ন
নামঃফারুক মাহফুজ আনাম
Faruq Mahfuz Anam James |
জন্মস্থানঃনওগাঁ, রাজশাহী, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
জাতীয়তাঃবাংলাদেশী
নাগরিকত্বঃবাংলাদেশ
পেশাঃগায়ক,গীতিকার,অভিনেতা,সুরকার,ব্যবসায়ী
কার্যকালঃ১৯৮০–বর্তমান
আদি নিবাসঃনওগাঁ
দাম্পত্য সঙ্গীঃবেনজির সাজ্জাদ
পুরস্কারঃবাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৪)
আরো যে নামে পরিচিতঃগুরু,জেমস,নগরবাউল
শুরুর জীবন
জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে ওঠেন চট্টগ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারি, যিনি পরবর্তীতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। সঙ্গীত জেমসের পছন্দের হলেও তার পরিবার তা পছন্দ করত না। গানের জন্য বাবার সাথে অভিমান করে ঘর ছাড়েন তিনি কিশোর বয়সে।চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন।
সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। এহসান এলাহী ফানটি ও কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড এবং ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও কন্ঠদাতা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন।সেই সাথে সন্ধ্যার পরে হোটেল আগ্রাবাদের নাইট ক্লাবে ইংরেজি গান বাজাতেন তার ব্রান্ড ফিলিংসকে নিয়ে।
ব্যক্তিগত জীবন
জেমসের প্রথম স্ত্রীর নাম রথি। ২০০২ সালে তারা আলাদা হয়ে যান এবং জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে।যার সাথে ১৯৯৯ সালে একটি কনসার্টে তার প্রথম সাক্ষাত হয়। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) আছে।
কর্মজীবন
বাংলাদেশ
Faruq Mahfuz Anam James |
বলিউড
বাংলা ব্যান্ড সঙ্গীতে কাজ করার কারণে পশ্চিম বঙ্গেও খুব জনপ্রিয় ছিলেন জেমস। সেই সূত্রে ২০০৪ সালে বাঙালি সঙ্গীত পরিচালক প্রিতমের সাথে মিলিত হন তিনি। ২০০৫ সালে বলিউডের গ্যাংস্টার নামক একটি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া “ভিগি ভিগি” গানটি ব্যপক জনপ্রিয়তা পায় এবং এক মাসেরও বেশি সময় তা বলিউড টপচার্টের শীর্ষে ছিল।।
২০০৬ সালে তিনি ও লামহে নামক চলচ্চিত্রে “চল চলে” গানে কন্ঠ্য দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে আবারও প্লেব্যাক করেন। চলচ্চিত্রে তার গাওয়া গান দুইটি হল রিশতে এবং আলবিদা (রিপ্রাইস)। সর্বশেষ হিন্দি চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন ওয়ার্নিং নামক চলচ্চিত্রে। তার গাওয়া বেবাসি গানটি মুক্তি পায় ২০১৩ সালের সেপ্টেম্বরে।
মডেলিং
২০০০ এর দশকের গোড়ার দিকে জেমস প্রথম পেপসির জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপনে হাজির হন। এই বাণিজ্যিক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে উভয় ক্ষেত্রেই প্রচারিত হয়েছিল।
রেড ডট এন্টারটেইনমেন্ট
জেমস গাজী আহমেদ শুভ্রর সাথে রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন। এই প্রডাকশন হাউস ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য বিউটিফুল বাংলাদেশ নামে একটি ভিডিও বিজ্ঞাপন চিত্র তৈরি করে। রেড ডট এন্টারটেইনমেন্ট প্রচুর রিয়ালিটি শো প্রযোজনা করেছে। এর মধ্যে দ্য রকস্টার ২, লাক্স চ্যানেল-আই সুপারস্টার, কে হতে চায় কোটিপতি উল্লেখযোগ্য। এছাড়া রেড ডট টেলিভিশন বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করে।
জেমস-এর গাওয়া গানসমূহের তালিকা
ফিলিংস
- স্টেশন রোড (১৯৮৮)
- জেল থেকে বলছি (১৯৯৩)
- নগর বাউল (১৯৯৬)
- লেইস ফিতা লেইস (১৯৯৮)
- কালেকশন অফ ফিলিংস (১৯৯৯)
নগর বাউল
- দুষ্টু ছেলের দল (২০০১)
একক
- অনন্যা (১৯৮৮)
- পালাবে কোথায় (১৯৯৫)
- দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭)
- ঠিক আছে বন্ধু (১৯৯৯)
- আমি তোমাদেরই লোক (২০০৩)
- জনতা এক্সপ্রেস (২০০৫)
- তুফান (২০০৬)
- কাল যমুনা (২০০৮)
হিন্দি চলচ্চিত্রে প্লে-ব্যাক
- ভিগি ভিগি (২০০৫, গ্যাংস্টার)
- চল চলে (২০০৬, ও লামহে)
- আলবিদা (রিপ্রাইস), রিশতে (২০০৭, লাইফ ইন এ... মেট্রো)
- বেবাসি (২০১৩, ওয়ার্নিং থ্রিডি)
বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক
- আসবার কালে আসলাম একা (মনের সাথে যুদ্ধ, ২০০৭)
- মাটির ঠিকানা (মাটির ঠিকানা, ২০১৩)
- দেশা আসছে (দেশা: দ্য লিডার, ২০১৪)
- এতো কষ্ট কষ্ট লাগে (ওয়ার্নিং, ২০১৫)
- বিধাতা (সুইটহার্ট, ২০১৬)
- তোর প্রেমেতে অন্ধ হলাম (সত্তা, ২০১৭)
- প্রেম ও ঘৃণা (জিরো ডিগ্রী)
পুরস্কার ও মনোনয়ন
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- মেরিল-প্রথম আলো পুরস্কার
- সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস
Share with your friends if you love our-Expose Lifestyle
For more Visit-Expose Lifestyle
I hope you liked this James life story, biography, and if you have any queries or suggestions regarding the same, feel free to comment below.
No comments